ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


গণধর্ষণের শিকার স্ত্রী, জড়িত স্বামী!


৮ জুন ২০১৯ ০২:০১

স্বামীর মদদে নেত্রকোণার কেন্দুয়ায় গণধর্ষণের শিকার হলেন স্ত্রী। এ ঘটনার পর কথিত স্বামী সুমন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় কেন্দুয়া-মদন সড়কের শাপলা ইটখলায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, গণধর্ষণের শিকার ওই নারীর বাবার বাড়ি-কেন্দুয়া উপজেলার মাসকা গ্রামে। তিনি ঢাকার গাজীপুরে একটি সোয়েটার কোম্পানিতে চাকরি করেন। এবার রোজার ঈদের ছুটিতে এখানে বেড়াতে এসেছিলেন ওই নারী।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মো: রাশেদুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভূক্তভোগী নারী তার বাবার বাড়িতে বেড়াতে এসে কথিত স্বামী সুমনের সাথে মোটরসাইকেলে করে ঘুরতে যায়। পরে কেন্দুয়া-মদন সড়কের শাপলা ইটখলার পাশে যাবার পর মোটরবাইকটি নষ্ট হয়েছে বলে কৌশলে তা থামিয়ে দেয়। এ সময় ইটখলা থেকে অপরিচিত তিন যুবক এসে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষকদের সাথে কথিত স্বামী সুমনও পালিয়েছে।

ওসি জানান, গাজীপুরে সোয়েটার কোম্পানিতে চাকরি করতে গিয়ে সেখানে কর্মরত সুমন নামের এক বিবাহিত ছেলের
সঙ্গে পরিচিত হয় ওই নারীর। পরে তারা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। তারা কয়েক মাস পূর্বে মৌলভির মাধ্যমে কলেমা পড়ে বিয়ে করেন। রেজিস্ট্রেশন ছাড়াই তিনি সুমনকে এ বিয়ে করেন। এমনি করে বিয়ে করলেও সুমনের প্রকৃত ঠিকানা জানেন না ওই নারী। সে শুধু জানে সুমনের বাড়ি নেত্রকোণার মদন উপজেলার কোন একটি গ্রামে।

শুত্রবার (৭ জুন) সকালে ওসি মো: রাশেদুজ্জামান জানান, রাতেই ঘটনা স্থল পরিদর্শন করেছে পুলিশ। ধর্ষকদের পরিচয় চিহ্নিত করে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে। ভূক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


নতুনসময়/এনএইচ