ঈদের আনন্দ বেদনায় রূপ নিলো ১২ পরিবারে

সারাদেশে যখন ঈদের আনন্দ বইছে ঠিক তখনই সড়কে ঝরে গেলো ১২ প্রাণ। বুধবার (৫ জুন) সকালে সারাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। মৃত্যু শোকে নিহত ১২ জনের পরিবারে ঈদের আনন্দ বেদনায় রূপ নিয়েছে।
বুধবার (৫ জুন) ঈদের সকালে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে ৬ জন, লালমনিরহাটে ৩ জন, ঝিনাইদহে ২ জন, সাভারে ১ জন নিহত হয়েছে।
ফরিদপুরের ধূলদীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৬জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫জন।
লালমনিরহাট জেলার বড়বাড়ি নামকস্থানে পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলে ৩জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০জন।
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
সাভারের আশুলিয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নাদিম হোসেন (২৫) নামে শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন পুলিশ সদস্য।
নতুনসময়/এনএইচ