ঈদের সকালে ফরিদপুরে সড়কে ঝরলো ৬ প্রাণ

ফরিদপুরের ধূলদীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫জন। এখন পযর্ন্ত নিহতদের নাম পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এর আগে, লালমনিরহাট জেলার বড়বাড়ি নামকস্থানে পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০জন।
তবে তাৎক্ষণিভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (৫ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
নতুনসময়/এনএইচ