ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


দীর্ঘ যানজট, বঙ্গবন্ধু সেতুর উপর যাত্রীদের ক্রিকেট খেলা


৫ জুন ২০১৯ ০২:১৫

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কের এক পাশে প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখী মানুষ।

সকাল সাড়ে ৮ টা থেকে সেতুর টোল আদায় বন্ধ রয়েছে। কারণ হিসেবে সেতু সংশ্লিষ্টরা জানিয়েছে সিরাজগঞ্জের অংশে যানজটের কারণে সেতুতে টোল আদায় বন্ধ রয়েছে। সেতুর পশ্চিমপাড় স্বাভাবিক হওয়ার পর পুনরায় টোল আদায় শুরু হবে।

মঙ্গলবার ভোর রাত থেকে সকাল পৌনে ১০ টা পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্ত লেগে থাকে যানজট।

অন্যদিকে ঈদে বাড়ি ফেরা যাত্রীরা যানজটকে আনন্দময় করতে সেতুর উপরই শুরু করে ক্রিকেট খেলা।


নতুনসময়/এনএইচ