সিংড়াসহ দেশবাসিকে প্রতিমন্ত্রী পলকের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজ এলাকার সর্বস্তরের জনগনসহ দেশবাসী এবং সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদের শুভেচ্ছায় তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। জননেত্রী শেখ হাসিনা সরকার প্রতিটা ঘরে ঈদের আনন্দ দেখতে চান। সে লক্ষেই তিনি কাজ করে যাচ্ছেন।
তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতার এবং তাঁর পরিবারের জন্য দোআ কামনা করেন।’
নতুনসময়/আল-এম