ঈদ যাত্রা: রাস্তায় সন্তান প্রসব করলেন মা!

প্রিয়জনের সাথে ঈদ করার জন্য বাড়ি ফিরতে হাবিব হোসেন তার অন্তঃসত্বা স্ত্রীকে নিয়ে গাজীপুর থেকে কুড়িগ্রামের পথে বাসযোগে রওনা হন। যাতায়াতের পথে দীর্ঘ যানজটে বঙ্গবন্ধু সেতুর গোলচত্ত্বর এলাকায় আসা মাত্রই তার স্ত্রী আফরোজার প্রসব বেদনা শুরু হয়। গাড়ী সামনে পিছনে যেতে না পারায় স্বামী ও যাত্রীদের সহযোগীতায় রাস্তার পাশেই কন্যা সন্তান প্রসব করেন মা।
আজ মঙ্গলবার (৪ জুন) ভোরে বঙ্গবন্ধু সেতুর গোলচত্ত্বর এলাকায় এই ঘটনা ঘটে।
বর্তমানে মা মেয়ে দুইজনই সুস্থ্য রয়েছে। এ অস্থায় স্থানীয়রা ভূঞাপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে দুই নার্স সেতু এলাকায় এসে শিশু সন্তানসহ মাকে চিকিৎসা দেন।
হাবিব হোসেন জানান, তিনি গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত আছেন। মা-বাবার সাথে ঈদ করতে সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে গাজীপুর থেকে কুড়িগ্রাম যাচ্ছিলেন। আজ মঙ্গলবার সকাল ১০ টায় পথেই তার স্ত্রীর প্রসববেদনা শুরু হয়। স্বাভাবিক ভাবেই স্ত্রী আফরোজা বেগম কন্যা শিশু জন্মদেন। ভুঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে নার্সসহ একটি অ্যাম্বুলেন্স আসে। পরে নার্সরা স্ত্রীকে চিকিৎসাসেবা দেন। মা ও মেয়ে দুইজনই এখন সুস্থ্য রয়েছেন।
নতুনসময়/এনএইচ