ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বাড়ি ফেরা হলো না নিপার


২ জুন ২০১৯ ০৪:১৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিপা খাতুন (০৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার দাসিয়ারছড়ার টনকার মোড় খরিয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিপা খাতুন উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি গ্রামের নজরুল ইসলামের মেয়ে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, নিপা খাতুন নানার বাড়িতে যাবে বলে বাবা-মার কাছে কান্নাকাটি করে। মেয়ের আবদার পুরণ করতে বাবা নজরুল ইসলাম শুক্রবার বিকালে মেয়ে নিপা খাতুনকে দাসিয়ারছড়ার টনকার মোড় খরিয়াটারী গ্রামে তার নানা আক্কাছ আলীর বাড়িতে রেখে আসেন।

শনিবার সকাল সাড়ে ১০ টায় তার দুই মামাতো বোনসহ সে নানা বাড়ির পিছনের পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে নিপা খাতুন গভীর পানিতে ডুবে গেলে তাকে না পেয়ে তার দুই বোন বাড়িতে জানায়। পরে বাড়ির লোকজন ও এলাকাবাসী গিয়ে পুকুরে অনেক খোঁজাখুজি করে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকটি গ্রামের ইউপি সদস্য মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নতুনসময়/এনএইচ