ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


মোবাইলে বৃদ্ধার আপত্তিকর ছবি, অতঃপর...


২ জুন ২০১৯ ০২:৪১

মোবাইলে বৃদ্ধ দাদার প্রকৃতিস্থ (প্রস্রাব) করতে বসা অবস্থার ছবি তোলায় ক্ষিপ্ত হয়ে তিন নাতির কিল-ঘুষিতে মারা গেছে আরিফুল ইসলাম বিল্লাল (৩০) নামের এক যুবক।

শুক্রবার দিবাগত রাতে ওই যুবককে মারধর করার পর ভোরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের বাংলাবাজার নামক এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা মালিয়া রাজাপুর গ্রামের সোহরাব আকনের ছেলে আমিনুল ইসলাম বিল্লাল কয়েক দিন আগে মিনহাজ উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ প্রস্রাব করতে (প্রকৃতিস্থ) বসলে মজার ছলে সেই ছবি তার মোবাইলে ধারণ করে। পরে বিষয়টি জানাজানি হলে পান্না মিয়া গাজীর ছেলে ইসাহাক গাজী, সোবাহান গাজীর ছেলে আসাদুল গাজী, মোজাম্মেল চৌকিদারের ছেলে লাবণ্যসহ বৃদ্ধের তিন নাতি মিলে শুক্রবার রাত ৮টার দিকে বিল্লালকে ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে ছেড়ে দেয়। এ অবস্থায় বাড়িতে চলে যাওয়ার পর রাতে সে অসুস্থ হয়ে পড়ে। শনিবার ভোরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুল বাশার বলেন, ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার চোখের পাশসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) এস এম আবুল বাশার বলেন, নিহতরে বাবা সোহরাব আকন বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


নতুনসময়/এনএইচ