ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


নির্যাতন সইতে না পেরে নারীর আত্মহত্যা


২ জুন ২০১৯ ০২:৩০

নাটোরের গুরুদাসপুরে নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন দুই সন্তানের জননী রিমা খাতুন (২৭)। রিমার মরদেহ প্রতিবেশীর ফাঁকা বাড়ির বারান্দায় রেখে স্বামী বাবু ও তার শশুড়বাড়ির লোকজন পালিয়ে যায়।

জানা যায়, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাকড়া গ্রামের আবুল হারেজের ছেলে বাবুর (৩০) সাথে মকিমপুর এলাকার মৃত সবোর উদ্দিনের মেয়ে রিমা খাতুনের (২৭) বিয়ে হয়। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী বাবু প্রায়ই নেশা করে স্ত্রী রিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। দিন দিন এর মাত্রা বেড়েই চলছিল।

নির্যাতন সহ্য করতে না পেরে গত বৃহস্পতিবার রাতে রিমা ট্যাবলেট খায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন রিমাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিমা মারা যায়। তার মরদেহ নিয়ে ফিরে এসে প্রতিবেশীর ফাঁকা বাড়ির বারান্দায় রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়।

গুরুদাসপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শুক্রবার বিকেলে থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


নতুনসময়/এনএইচ