ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


পটুয়াখালীতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১০ জনের কারাদন্ড


১ জুন ২০১৯ ০৫:০৬

নতুনসময় ছবি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাসের অভিযোগে পটুয়াখালীর ডিসি অফিসের দুই পিয়ন দিপু ও সাইফুল ইসলামকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এ সময় একই অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে আরো ৮জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। বেলা ১২টায় প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মো.নুরুল হাফিজ।

অপর দিকে বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার অপর এক প্রেসব্রিফিং এ প্রশ্নপত্র,মোবাইল ডিভাইস,উত্তরপত্রসহ শহরের বিভিন্ন এলাকা থেকে ৩৩ জনকে আটক করা হয়েছে বলে জানান।

এদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে এবং প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাদের খুজে বের করা হবে বলে জানান পুলিশ সুপার মো.মইনুল হাসান।

নতুনসময়/আল-এম