ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে চালের আড়ৎ পুড়ে ছাই
পিরোজপুরের ভান্ডারিয়া ‘সহাত এন্টারপ্রাইজ’ নামে একটি চালের আড়ৎ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো.ফারুক হোসেন হাওলাদার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আনুমানিক ৩ টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিটে ভান্ডারিয়ার চাল বাজারের চাল ব্যবসায়ী হেমায়েত উদ্দিন খান এর মেসার্স ‘সহাত এন্টারপ্রাইজ’ নামে চালের আড়ৎটি পুড়ে ছাই হয়ে ।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিস এর একটি ইউনিট প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ হেমায়েত উদ্দিন খান এর ছেলে মো. সহাত জানান, আগুনে দোকানের প্রায় ১ হাজার বস্তা বিভিন্ন ধরনের চাল, নগদ চার হাজার টাকা, হিসাবের খাতা এবং মূল্যবান দলিল দস্তাবেজ পুড়ে যায় ।
এতে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া ওই চালের দোকানের পাশে থাকা উত্তম শাহা ও প্রবাস চৌধূরীর দুইটি মুদি -মনোহারী মালের গোডাউনের মালমালের ব্যপক ক্ষতি হয়।’
নতুনসময়/আল-এম