ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ভালুকায় ব্যাক্তিগত ঈদ সামগ্রী বিতরণ


১ জুন ২০১৯ ০১:৩৮

নতুনসময় ছবি

ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর গ্রামের বেলাল ফকির ব্যাক্তিগত উদ্যোগে প্রায় ২০ বছর যাবৎ দুস্থ্য ও অসহায় মানুষের পাশে থেকে নানা ভাবে সেবা দিয়ে যাচ্ছেন।

তারই ধারবাহিকতায় শুক্রবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর এলাকায় গরীব, দুস্থ্য ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজসেবক দানবীর হাজী বেলাল ফকির এ ঈদ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন,আজিজুল হক,ইঞ্জিনিয়ার জাকির হোসেন প্রমূখ।

সমাজসেবক হাজী বেলাল ফকির জানান প্রতিবারের ন্যায় এবারও আমার এলাকায় গরীব, দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে চাল বিরতন করছি। আমি যে কদিন বেঁচে থাকবো আমার এ কার্যক্রম অব্যহত থাকবে। তিনি আরও বলেন মানুষকে সাহায্য করে আমি আনন্দ পাই,মানুষের মুখে হাসি দেখতে পেলে আমি শান্তি পাই ।

নতুনসময়/আল-এম