ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


১ জুন ২০১৯ ০১:২৭

নতুনসময় ছবি

সাতক্ষীরা প্রেসক্লাবে হামলা চালিয়ে ১০ জন সাংবাদিককে পিটিয়ে জখম করার প্রতিবাদে ও জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

আজ শুক্রবার (৩১মে) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালিত হয়।

মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আনিছুর রহিম, সাংবাদিক সুভাষ চৌধুরী, প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী,সাধারণ সম্পাদক মমতাজ আহম্মেদ বাপ্পি, সাংবাদিক এম কামরুজ্জামান, গোপাাল কুমার মনডলসহ সাতটি উপজেলায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ ।

বক্তারা বলেন, বহিরাগত সন্ত্রাসীরা বৃহষ্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সশস্ত্র হামলা চালিয়ে সভাপতি সমপাদকসহ সিনিয়র ১০জন সাংবাদিককে পিটিয়ে জখম করে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন চলাকালে শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে নাগরিক মঞ্চ, বিভিন্ন রাজনৈতিক দলসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় ও সাতটি উপাজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুপুর ১২টায় প্রেসক্লাবের স.ম আলাউদ্দিন মিলনায়তনে প্রেসক্লাবের সহসভাপতি অধ্যক্ষ আশেক ইা এলাহীর সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষিঠত হয়।

প্রসঙ্গত, বৃহষ্পতিবার সশস্ত্র সন্ত্রাসীরা সাতক্ষীরা প্রেসক্লাবে ঢুকে জ্যেষ্ঠ সাংবাদিকদের উপর সশস্ত্র হামলা চালায়। বৃহষ্পতিবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপি হামলায় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০জন আহত হন।

এছাড়া গত ২০ মার্চ অসৌজন্যমূলক আচরণের কারণে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে অবাঞ্ছিত ঘোষনা করে সাতক্ষীরা প্রেসক্লাব।

এ ঘটনার আড়াই মাস পর গত বুধবার সাতক্ষীরা প্রেসক্লাব সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। এর মাত্র কয়েক ঘন্টা পর সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো।

নতুনসময়/আল-এম