মাগুরায় পিয়াজের বীজ উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ
মাগুরা আঞ্চলিক সমসলা গবেষণা কেন্দ্রের কনফারেন্স রুমে পিয়াজের বীজ উৎপাদনের আধুনিক কলাকৌশলের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের আয়োজনে পিয়াজের প্রজনন বীজ উৎপাদন কর্মসূচির সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার বিকালে এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানীক কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা উইং), ডক্টর মুহাম্মদ আব্দুল ওহাব, মসলা গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক ডক্টর শৈলেন্দ্রনাথ মজুমদার।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর এমপি কৃষকদের মাঝে মসলা জাতীয় গাছের চারা বিতরণ করেন।
নতুনসময়/আল-এম