রাজাপুরের ইউএনও’র বদলি গুজব ঠেকাতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদারের সেবা কার্যক্রম এ উপজেলায় অব্যাহত রাখা ও বদলি গুজব ঠেকাতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ এনায়েত হোসেন খান মিলু,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল সিকদার, মুক্তিযোদ্ধা শহীদ মেম্বার ও সাংবাদিক আউয়াল গাজী প্রমুখ।ঘন্টাব্যাপী এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা ছাড়াও প্রায় শতাধিক স্থানীয় জসাধারণ অংশ গ্রহন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও সোহাগ হাওলাদার চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী এ উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।তিনি উপজেলা পরিষদের আওতায় সকল দপ্তর গুলোকে দুর্নীতি মুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন।ভিজিডি, ভিজিএফ, আশ্রয়ন প্রকল্প- ২ ও দুর্যোগ সহনশীল বাসগৃহ নির্মানের তালিকায় স্বচ্ছলদের নাম তালিকা থেকে বাদ দিয়ে যাদের প্রাপ্য তাদেরকে ফিরিয়ে দিতে তিনি অগ্রনী ভূমিকা পালন করেছেন।অল্প সময়ে তার এ অবদানে উপজেলার সকলের কাছে তিনি খুব জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু এর মধ্যে নির্বাহী কর্মকর্তা বদলী হওয়ার একটা গুনঞ্জন উঠেছে।
বক্তারা আরও বলেন,আমরা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদারকে এ উপজেলা থেকে হারাতে চাইনা।এ ব্যাপারে বক্তারা প্রশাসনে উধ্বর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।এর পরেও যদি জনবান্ধব এই কর্মকর্তার সেবা থেকে রাজাপুরবাসীকে বঞ্চিত করা হয় তাহলে তারা আরো কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দেন মানববন্ধনে উপস্থিত বক্তারা।’
নতুনসময়/আল-এম