ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বাবার বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার ৩ সন্তানের জননী


৩১ মে ২০১৯ ০৬:৪৬

নোয়াখালীতে গণধর্ষণের শিকার হয়েছেন ৩ সন্তানের জননী এক গৃহবধূ। বুধবার রাত ২ টায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় ৩ সন্তানের জননী ওই গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। জানা যায়, উপজেলার চানন্দী ইউনিয়নের চর আমানতপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসে পার্শ্ববর্তী গ্রামের আশিক উল্লার স্ত্রী (২৩)।

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম জানান, রাত ২ টায় একই গ্রামের সাবউদ্দিন, জামাল মাঝি ও আলমগীর তার বাবার বসত ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে কোন পুরুষ মানুষ ছিল না। প্রথমে তাদের সাথে ধস্তাধস্তি হয়। পরে তাকে মারধর করে পালাক্রমে গণধর্ষণ করে চলে যায় সন্ত্রাসীরা। মোরশেদ নগর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাঈমা জানান, গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।


নতুনসময়/এনএইচ