ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ভিক্ষুকের ব্যাগে মিললো প্রায় ৪ লাখ টাকা!


৩১ মে ২০১৯ ০৪:২৪

খুলনার খালিশপুরে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ ভিক্ষুকের কাঁধে ঝোলানো ময়লা ও ছেঁড়া কাপড়ের ব্যাগে পাওয়া গেলো ৩ লাখ ৯৩ হাজার ৭৪৯ টাকা।

বৃহস্পতিবার সকালে কৌতুহলবশত স্থানীয় কয়েকজন যুবক খালিশপুর মিল গেট এলাকায় তার ব্যাগ তল্লাশি করলে এই টাকা পাওয়া যায়। ভাঁজ ভাঁজ করে রাখা ৫শ টাকার নোটের কয়েকটি ব্যান্ডিল পাওয়া যায় তার ব্যাগের মধ্যে।

এ খবর ছড়িয়ে পড়লে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে ঘিরে ভিড় করে অসংখ্য মানুষ। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ টাকাসহ ঐ বৃদ্ধকে নিজেদের জিম্মায় নেয়।

জানা যায়, নগরীর দৌলতপুর বাজার, বিএল কলেজ, খালিশপুর পিপলস গোল চত্ত্বর এলাকায় দীর্ঘদিন ধরে এই বৃদ্ধকে দেখা যায়।

কারো কাছে তিনি কখনো টাকা চান না। লোকজন খুশি হয়ে তাকে টাকা ও খাবার দিতো। প্রাথমিকভাবে তার নাম জেবাল হক বলে জানা গেছে। স্বাধীনতার পর থেকেই তিনি খালিশপুর অঞ্চলে পথে পথে ভিক্ষা করেন।

খুলনার খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশরফ হোসেন বলেন, টাকার মালিক জেবাল হক মস্তিষ্ক বিকৃত মানুষ। জিজ্ঞাসাবাদে নাম জেবাল হক বললেও বাড়ির ঠিকানা বলতে পারেনি। বেশি টাকা হলেই সে ১শ ও ৫শ টাকার নোট বানিয়ে ব্যাগের মধ্যে রাখতো। তিনি বলেন, তার বিষয়ে সমাজ কল্যাণ অধিদফতরের সাথে কথা হয়েছে। তাদের তত্ত্বাবধায়নে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।


নতুনসময়/এনএইচ