রাজধানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর অফিসার্স স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন পুকুরে পানিতে ডুবে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পরিচয় জানা যায়নি। শিশুটির পরনে ছিল থ্রীকোয়াটার ঘিয়া কালারের প্যান্ট।
বৃহস্পতিবার বিকাল তিনটায় আজিমপুর পুকরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে লালবাগ থানার উপ-পরিদর্শক এসআই আসিফ মাহমুদ তাকে উদ্ধার করে পৌনে ৪ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, স্থানিয়রা পুকরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে খবর দেয় পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি মৃতদেহটি বর্তমানে ঢামেক মর্গে রয়েছে।