রাজধানীতে চলন্ত সিএনজিতে আগুনে দগ্ধ চালক

রাজধানীর গাবতলী ব্যাড়িবাধ এলাকায় চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন লেগে চালকব বিল্লাল হোসেন বিপ্লব (৩০) দগ্ধ হয়ে ঢামেকের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। যাত্রীরা অক্ষত।
বুধবার বিকাল ৫টায় এঘটনাটি ঘটে। আনসার ক্যাম্প থেকে যাত্রী নিয়ে বসিলা এলাকায় যাওয়ার সময় বেড়িবাঁধ এলাকায় হঠাৎ তার সিএনজি থেকে আগুন ধরে যায় পরে দগ্ধ হলে তখন পথচারী মোহাম্মদ হাসান তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সহরোয়ার্দী হাসপাতাল তারপরে ঢাকা মেডিকেলে রাত সাড়ে সাতটা নিয়ে আসেন।
চিকিৎসকের বরাদ দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পেরপুলিশ পরিদর্শক মোঃবাচ্চু মিয়া জানান বিল্লালের আগুনে মুখও মণ্ডল দুই হাত ১৬শতাংশপুড়ে গেছে।
বিল্লাল হোসেন বিপ্লব বর্তমানে মিরপুর৭নম্বর মিল্কভিটা এলাকায় ভারা বাসায় থাকেন। দিনাজপুর পীরগঞ্জ থানার মৃত সামাদ আলীর ছেলে।
নতুনসময়/আল-এম