ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


সুন্দরবনে বন্দুকযুদ্ধে নিহত ৪


২৯ মে ২০১৯ ২১:২৪

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া-মরাপশুর খাল এলাকায় র‌্যাব ৮ এর সাথে বন্দুকযুদ্ধে কুখ্যাত বনদস্যু হাসান বাহিনীর প্রধান হাসানসহ ৪ বনদস্যু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব ৮ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম মুঠোফোনে জানান, সুন্দরবনে সম্প্রতি বনদস্যুদের আনাগোনা বেড়ে যাওয়ায় র‌্যাবের একটি দল মঙ্গলবার রাতে অভিযানে নামে। অভিযানিক দলটি রাত ১২টার দিকে সুন্দরবনের জোংলা খাল এলাকায় পৌঁছালে র‌্যাবকে লক্ষ্য করে বনদস্যরা গুলি ছুড়তে শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। থেমে-থেমে বেশ কিছু সময় বন্দুকযুদ্ধ চলার পর বনদস্যুরা পিছিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে বনদস্যুদের ৪টি মৃতদেহ পাওয়া যায়। বন্দুকযুদ্ধে বনদস্যু হাসান বাহিনীর প্রধান হাসানও নিহত হয়েছে।

 

নতুনসময়/এনএইচ