ঢামেকে কারাবন্দী এরশাদের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কারাবন্দী এক হাজতীর মৃত্যুর খবর পাওয়া গেছে।মৃত শেখ এরশাদ ৩৬৫/বি মধুবাগ মগবাজার ঢাকার বাসিন্দা মৃত শেখ ওমর হাজী চাঁন মিয়ার ছেলে।
মঙ্গলবার(২৮ মে)সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ)অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
বিকাল ৩টা ৪৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারাগারে হঠাৎ অসুস্থবোধ করলে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মোহাম্মদ নাজমুল তাকে ১০টা ২১ মিনিটে নিয়ে আসেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোঃবাচ্চু মিয়া জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৃত শেখ এরশাদের ভাতিজা মোহাম্মদ শাকিব জানান, গত মাসের ৯ তারিখে তার বাসার বিছানার নিচে ১০টি ইয়াবা পেয়ে পুলিশ আটক করে নিয়ে যায় এরশাদকে ।তবে স্বজনদের দাবি, তার বিছানার নিচে কেউ ইয়াবা রেখে তাকে ফাঁসিয়েছে।
আজ খবর পাই কারাগারে অসুস্থ থাকায় তাকে মেডিকেলে নিয়ে আসার পর তার মৃত্যু হয়েছে।
৩ ভাই ও ১ বোনের মধ্যে সে ছিল তৃতীয় ।এক ছেলে দুই মেয়ের জনকও ছিলেন তিনি।
নতুনসময়/মুস্তাফিজ/আইকে