ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


বোনাসের দাবিতে ভাড়াটিয়াদের মানববন্ধন


২৯ মে ২০১৯ ০২:০৭

নগর কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন এর কাছে ভাড়াটিয়াদের জন্য দুই মাসের ভাড়ার সমপরিমাণ বোনানের দাবি জানান ভাড়াটিয়া পরিষদ।

মঙ্গলবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

বক্তারা বলেন,ভাড়াটিয়ারা তাদের উপার্জনের সমস্ত টাকায় নগরের উন্নয়নের জন্য ব্যয় করে থাকে। যার প্রত্যক্ষ ও পরোক্ষ সু‌বিদা নগর কর্তৃপক্ষ পেয়ে থাকে।

বক্তারা আরো বলেন, আমরা ভাড়াটিয়ারা দাবি করছি আসছে ঈদ উৎসব উপলক্ষে নগর কর্তৃপক্ষ কর্তৃক সকল ভাড়াটিয়াদের দুই মাসের ভাড়ার সমপরিমাণ উৎসব বোনাস প্রদান করতে হব।

এ সময় তারা কিছু প্রস্তাব পেশ করেন;

প্রত্যেক বাড়ির হোল্ডিং নাম্বার অনুযায়ী বাড়িওয়ালা বাড়ি ভাড়ার জন্য একটি ব্যাংক হিসাব খুলবেন। এবং উক্ত নাম্বারে ভাড়াটিয়া বাড়ি ভাড়ার টাকা জমা করবে। বিদ্যুৎ গ্যাস হোল্ডিং ট্যাক্স ও সরকারি অন্যান্য ট্যাক্স কাট‌বে। অবশিষ্ট টাকা বাড়িওয়ালারা ভোগ করবেন। আশা করা যায় নগর কর্তৃপক্ষ সরকারের প্রচুর আয় হবে। কাজেই নগর কর্তৃপক্ষ সরকার কর্তৃক ভাড়া‌টিয়‌া‌দের দুই মাসের ঈদ বোনাস প্রদান করতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, আতাউল্লাহ খান, জান্নাত ফাতেমা, মোহাম্মদ মোস্তফা, মনিরুজ্জামান প্রমুখ।