নান্দাইলে ট্রাকের চাপায় মসজিদের ইমাম নিহত

ময়মনসিংহের নান্দাইল থানা মসজিদের দ্বিতীয় ইমাম মাওলানা আঃ হালিম(৫৫) সাহেব ফজরের নামাজ পড়াতে এসে থানার মোড়ে প্রেসক্লাবের সামনে ট্রাক চাপায় নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি - - - রাজিউন।
নিহত হালিম সাহেব সাইকেল চালিয়ে বাড়ী থেকে মসজিদে আসার সময় আজ ফজরের নামাজের পুর্বে ট্রাকটি ( বগুড়া - ড - ১১- ২০৪১) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপাঁ দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
পুলিশ ব্রীজের মোড় বাস ষ্ট্যান্ড থেকে ট্রাকের হেলপারকে আটক করেছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ট্রাকচাপা থেকে লাশ উদ্ধার করেছেন।
নতুনসময়/আল-এম