ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


২৭ মে ২০১৯ ২২:২৮

ছাগলে ফসল খাওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার কালিগঞ্জে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছে। এ ঘটনায় বড় ভাইয়ের স্ত্রী নুরজাহানকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৬ মে) রাত সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আক্কাজ আলী (৫৭) উপজেলার বন্দকাটি গ্রামের মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে। আর হত্যাকারী সহোদর বড় ভাই আজগার আলী গাজী (৬১)।

স্থানীয়রা জানায়, ছাগলে ফসল খাওয়া নিয়ে ছোট ভাই আক্কাস আলীর সাথে বড় ভাই আজগর আলীর কথা কাটাকটির ঘটনা ঘটে। এরই জের ধরে রাত ১০টার দিকে দুই ভাই ও উভয়ের পরিবারের মাঝে সংঘর্ষ শুরু হয়। এ সময় বড় ভাই আজগর আলীর দায়ের কোপে ছোট ভাই আক্কাস আলী ঘটনাস্থলে নিহত হয়।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক আজগর আলীর স্ত্রী নুরজাহান বেগমকে আটক করা হয়েছে। তবে মূল অভিযুক্ত আজগর আলীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

নতুনসময়/এনএইচ