ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


সিঁড়ির ফাঁকে নারীর মৃত্যু


২৭ মে ২০১৯ ২২:২৫

বাসার চারতলা থেকে সিঁড়ির ফাঁক দিয়ে পড়ে রোকসানা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) দুপুর ১টার দিকে রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগ জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত নারীর ভাসুর (স্বামীর বড় ভাই) আবদুল মোন্নাফ জানান, পীরেরবাগ জামতলা এলাকার একটি ১০তলা ভবনের চারতলায় ছেলের সঙ্গে থাকতেন রোকসানা। দুপুরে চারতলার সিঁড়ির ফাঁক দিয়ে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।


নতুনসময়/এনএইচ