জবির চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যানের পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
লোক প্রশাসন বিভাগের মোঃ আব্দুস সামাদ জুয়েলকে সভাপতি এবং চারুকলা বিভাগের মোঃ মাসুম বিল্লাহ্ কে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
উপদেষ্টাবৃন্দের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির ফলাফল দেওয়া হয়। নবনির্বাচিত সভাপতি আব্দুস সামাদ জুয়েল বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের ভ্রাতৃত বন্ধন বৃদ্ধির লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাচ্ছে এবং আমরাও একই ভাবে কাজ করে যে চাই।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সুসংগঠিত এবং সৃঙ্খলাবদ্ধ একটা ছাত্রছাত্রী সংগঠন যার মধ্যমে আমরা প্রতিবছর বার্ষিক শিক্ষাসফর, শিক্ষার্থীদে ভর্তি সহযোগিতা, নবীনবরন, মেধাবীদের বৃত্তি প্রদান ও রোমজান মাসে ইফতার মাহফিল সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকি।
উল্লেখ্য যে চুয়াডাঙ্গা জেলার ৩০০ অধিক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে বর্তমানে অধ্যায়ন করছে।
নতুনসময়/আল-এম