ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


গুমের রাজনীতির শিকার মাইকেল চাকমা


২৭ মে ২০১৯ ০২:২০

ফাইল ছবি

আমাদের দেশে যে গুমের রাজনীতি চলছে তারই শিকার মাইকেল চাকমা বলে মন্তব্য করেছেন 'গুমের বিরুদ্ধে বাংলাদেশ' নামক একটি সংগঠন।

রবিবার (২৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ব্যক্তিত্ব মাইকেল চাকমাকে গুমের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ পারফর্মিং আর্ট করেছে 'গুমের বিরুদ্ধে বাংলাদেশ' নামক একটি সংগঠন।

বক্তারা বলেন, গুমের বিরুদ্ধে বাংলাদেশ নামক আমাদের এই সংগঠনে বিভিন্ন শিক্ষক, সাংবাদিক ও সাধারন মানুষ এক জোট হয়েছে। কয়েকদিন পর পরই একেকজন গুম হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা এটার অবসান চাই। মাইকেল চাকমাকে যেন খুঁজে বের করতে হবে। আর এই দায়িত্ব সরকারকেই নিতে হবে। মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি। তিনি পার্বত্য চট্টগ্রামের শ্রমজীবী মানুষের সাথে কাজ করেন। গত এপ্রিল ৯ তারিখ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। তার পরিবার সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করার পরও পুলিশ পরবর্তীতে অস্বীকার করে। এই মর্মে গত দুইদিন আগে হাইকোর্ট থেকে নির্দেশনা এসেছে যে যাতে দ্রুত তদন্ত করে মাইকেল চাকমা কোথায় আছেন তা খুঁজে বের করা হয় ও সকলের সামনে হাজির করা হয়।'

বক্তারা আরো বলেন 'আমরা আশঙ্কা করি আমাদের দেশে যে গুমের রাজনীতি চলছে তারই শিকার মাইকেল চাকমা। এই অবস্থা কোন ভাবেই চলতে পারে না। আইন-শৃঙ্খলা বাহিনী কাউকে আইন বহির্ভূতভাবে তুলে নিয়ে যেতে পারে না।'

এছাড়াও বক্তারা বলেন, দ্রুত তার পরিবার ও সংগঠনের কাছে তাকে ফিরিয়ে দেওয়া হোক।

এছাড়াও উপস্থিত ছিলেন, পারফর্মিং আর্টের সংগঠনের সদস্যরা প্রমুখ। চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মুকুল প্রমুখ।

নতুনসময়/আইআর