ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


ক্যাবল ব্যবসায়ী সুমনের উপর সন্ত্রাসী সাখাওয়াৎ বাহিনীর হামলা


২৭ মে ২০১৯ ০২:১০

অপকর্মের প্রতিবাদ করায় আসাদপুর ইউনিয়নে পাথালিয়া কান্দি গ্রামের ক্যাবল ব্যবসায়ী সুমনের উপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করেছে চিহ্নিত সন্ত্রাসী-যুবলীগ নেতা কিবরিয়ার ভাই সাখাওয়াৎ ও তার বাহিনী।

তদন্তে জানা যায়, চিহ্নিত সন্ত্রাসী এই সাখাওয়াৎ চুরি-ডাকাতি-চাঁদাবাজির চার্জশিটভুক্ত আসামী। ইতিপুর্বে তার বিরুদ্ধে ধর্ষনের মামলা করতে গিয়েও শেষ পর্যন্ত ভয়ে অভিযোগ করা হয়নি বলে জানা যায়৷

এই সাখাওয়াৎ এর বিরুদ্ধে রাস্তাঘাটে স্কুলের মেয়েদেরকে উত্যক্ত করায় ইভটিজিংয়ের অভিযোগও আছে বলে এলাকাবাসী জানায়।

বারবার অপকর্ম করে পার পেয়ে যাবার কারনেই এলাকায় এখনো তার প্রভাবে কেউ প্রতিবাদ করতে পারছেনা।
এলাকার লোকজন একত্রিত হয়ে পুলিশের কাছে ধরিয়ে দিতে চাইলে আত্মগোপনে চলে যায় সাখাওয়াৎ।

আজ এলাকায় হঠাৎ করেই সাখাওয়াৎকে দেখে সাধারন জনগন ক্ষিপ্ত হলে প্রতিবাদী সুমন তাকে আইনের আওয়তায় দিতে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করলে সন্ত্রাসী সাখাওয়াৎ ও তার বাহিনী সুমনকে পিটিয়ে রাস্তায় ফেলে চলে যায়৷