ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


সংখ্যালঘুদের উপর নির্যাতন-নিপীড়ন অবসানের দাবি


২৬ মে ২০১৯ ০১:২৫

সংখ্যালঘুদের উপর নির্যাতন-নিপীড়ন অবসানের দাবি জানিয়েছে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের জাতীয় সমন্বয় কমিটিভুক্ত ২৩ টি সংগঠন।

শনিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ডঃ নিম চন্দ্র ভোমিকের সভাপতিত্বে আয়োজিত সমন্বয় কমিটি ভুক্ত সংখ্যালঘু মোট ২৩ টি সংগঠন মানববন্ধনে এ দাবি জানান।

বক্তারা বলেন, পঞ্চগড়ে কারাগারে আটক অবস্থায় অ্যাডভোকেট পলাশ রায়কে হত্যা, নারী নেত্রী প্রিয়া সাহার বাড়িতে অগ্নিসংযোগ এর সুষ্ঠু বিচার করতে হবে। এছাড়াও বুদ্ধিজীবী সুলতানা কামাল, শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন কে হত্যার হুমকিকারী‌দের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।

এছাড়াও বক্তারা, সংখ্যালঘুদের উপর নির্যাতন-নিপীড়নের অবসানের জন্য রাজনৈতিক ইশতেহার প্রদত্ত জিরো টলারেন্সের অঙ্গীকার বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। এবং পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।