ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


৫ তলা থেকে ছুড়ে ফেলা হল নবজাতককে!


২৬ মে ২০১৯ ০১:২১

রাজধানীর মিরপুরে সদ্য জন্ম নেয়া এক শিশু সন্তানকে পাঁচতলা থেকে নিচে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নির্মম এই কাণ্ডে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

জানা গেছে, মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১০ নং রোডের ১৮ নম্বর বাড়িতে আজ শনিবার (২৫ মে) দুপুর পৌনে ১২ টায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রূপনগর থানা পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শী জানান, মিরপুর রূপনগর আবাসিক এলাকা রোডের ১৮ নম্বর বাড়ির ৫ তলা থেকে দুপুর পৌনে ১২ টার দিকে একটি শিশুকে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়া হয়। নিচে পড়ার সাথে সাথেই শিশুটি মারা যায়। এ সময় তার নাড়ি-ভুড়ি বের হয়ে মাথা ফেটে যায়।

তিনি আরও জানান, শিশুটিকে যে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ছুড়ে ফেলা হয়েছে, সেখানে এখনও রক্তের দাগ লেগে রয়েছে। মনে হয় বাচ্চাটি জন্মের সঙ্গে সঙ্গেই বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে রূপনগর থানার উপ-পরিদর্শক পরিমল গণমাধ্যমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদ্যোজাত এক শিশুর মরদেহ দেখতে পাই, বাচ্চাটির মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সদ্য প্রসবের পর পরই বাচ্চাটিকে কেউ উপর থেকে ছুড়ে ফেলে দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি বলেও জানান তিনি।

 

নতুনসময়/এনএইচ