ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


২৪ মে'কে নিরাপদ নগর দিবস ঘোষণা করতে চাই: ডিএনসিসি মেয়র


২৬ মে ২০১৯ ০১:০৩

২৪ মে'কে 'নিরাপদ নগর দিবস' হিসেবে ঘোষণা করতে চাই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবে নগর বিষয়ক গণমাধ্যম কর্মীদের সংগঠন নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত "কতটা বাসযোগ্য ঢাকা মহানগর" শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নিরপদ শহর এবং নিরাপদ খাদ্য অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই সুন্দর নগরী গড়তে সিটি কর্পোরেশন নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, কর্তৃপক্ষের পাশাপাশি নগরবাসীকে দায়িত্বশীল হতে হবে। বর্জ ব্যাবস্থানা নিয়ে কাজ করছে সিটি করপোরেশন। ঢাকার পূর্বে নতুন ১৮ টি ওয়ার্ড হচ্ছে। নতুন যে ওয়ার্ড হচ্ছে সেখানে সেন্ট্রাল ডাম্পিং সিস্টেম থাকবে।

এছাড়াও তিনি বলেন, ঢাকার সকল গণপরিবহনে শৃঙ্খলা আনতে কাজ চলছে। ফুটপাত দখলমুক্ত করতে হবে। ফুটপাত দখলমুক্ত হলে জনগণ ফুটপাতে হাটবে। যান চলাচল গতি পাবে। ২৪ মে'কে 'নিরাপদ নগর দিবস' হিসেবে ঘোষণা করতে চাই বলে জানান তিনি।

এছাড়াও উপস্থিত ছিলেন, বুয়েটের অধ্যাপক ড. সালেহ উদ্দিন, নগর পরিবহন বিশেষজ্ঞ সিরাজুল ইসলাম, প্রধান পরিকল্পনাবিদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সিরাজুল ইসলাম প্রমুখ।