ঢাবি হলের ফুটপাতে নবজাতকের লাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে ফুটপাত থেকে সদ্য ভুমিষ্ঠ হওয়া ১দিন বয়সের ফুটফুটে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টার দিকে নবজাতকটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসুল জানান, সকালে তাদের কাছে খবর আসে যে জগন্নাথ হলের ফুটপাতে একটি নবজাতকের মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হলের পাশে একটি বড় গাছের নিচে থেকে একটি শপিং ব্যাগে থেকে সদ্য ভূমিষ্ট হওয়া মৃত নবজাতকের মরদেহটি পাওয়া যায়। মৃতদেহটি একটি মেয়ে শিশুর। ধারণা করা হচ্ছে কে বা কারা মৃত অবস্থায় নবজাতকটিকে ফেলে রেখে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান এসআই।
নতুনসময়/এনএইচ