ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


বিচারহীনতার কারণে সমাজে নির্যাতন বৃদ্ধি পাচ্ছে


২৫ মে ২০১৯ ০৩:৫০

নতুনসময় ছবি

স্বাস্থ্য সেবিকা শাহিনুর ও মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ স্বাস্থ্যকর্মী সেবাসংঘ।

শুক্রবার (২৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সালেহা বেগমের সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, স্বাস্থ্য সেবিকা শাহিনুর ও মাদ্রাসা ছাত্রী নুসরাতসহ সকল নারী ও শিশু হত্যা ও ধর্ষনের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে কেউ এ ধরনের দুঃসাহস না পায়। বিচারহীনতার কারণে সমাজে এই ধরনের হত্যা, ধর্ষণ, নির্যাতন বৃদ্ধি পাচ্ছে ও আসামীরা আইনের শিকল থেকে বেড়িয়ে যাচ্ছে। তাই সমাজের ন্যায় প্রতিষ্ঠায় আইনের প্রয়োগ যথাযথভাবে করতে হবে।

বক্তারা বলেন, সামাজিক ও বিভিন্ন ওয়াজ মাহফিলে নারীদের সম্পর্কে অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হয় এতে সমাজে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। নারী কিংবা মানুষের প্রতি বৈষম্যমূলক বক্তব্য প্রদান করতে না পারে সে বিষয়ে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। এছাড়াও আসন্ন আইএলও সম্মেলনে "নারীর প্রতি সহিংসতা বন্ধ" শীর্ষক কনভেনশন পাশে বাংলাদেশ সরকারকে উদ্যোগী ভূমিকা পালন করার দাবিও জানান তারা।

নতুনসময়/আল-এম