ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ইপিজেডে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ১৪ ইউনিট


২৪ মে ২০১৯ ০৮:৫৬

সংগৃহীত

চট্টগ্রাম ইপিজেডে একটি কার্টুন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিইপিজেডের এক নম্বর সেক্টরের ইউনিটি এক্সেসরিজ নামের কার্টুন ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, আগুন নেভাতে নগরের বিভিন্ন ফায়ার স্টেশনের ১৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

শিল্প পুলিশের পরিদর্শক মো. মমতাজ বলেন, ইউনিটি এক্সেসরিজ নামের প্রতিষ্ঠানটির পাঁচতলা ভবনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। কার্টুন ফ্যাক্টরি হওয়াতে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা কাজ করছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা ৪৫মিনিট) আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।’

নতুনসময়/আল-এম