ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


রোজার দোহাই দিয়েও রক্ষা পেলেন না বৃদ্ধা


২৩ মে ২০১৯ ২২:১৭

শতাধিক বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করেছে সোহেল নামে ১৪ বছরের এক কিশোর। এ ঘটনায় বুধবার রাতে ওই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইলের মধুপুরে মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গ্রেফতার সোহেল ফুলবাগচালা ইউপির আঙ্গারিয়া গ্রামের তোতা খার ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, শরীরে শক্তির অভাবে অন্ধ বৃদ্ধা ভালোভাবে চলাফেরা করতে পারেন না। সে সুযোগে মুখ বেঁধে ওই কিশোর তাকে ধর্ষণ করে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদেছেন ভুক্তভোগী। বর্ণনার সময় তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। ধর্ষণের সময় বৃদ্ধা বারবার চিৎকার করে বলছিলেন, আমাকে ছেড়ে দাও। আমি আল্লাহর নবীর রোজা রাখছি। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

ওসি আরও বলেন, ওই ঘটনায় বৃদ্ধা বাদী হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করলে বুধবার রাতে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


নতুনসময়/এনএইচ