ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


সেই ছেলেটি আজ বিসিএস ক্যাডার


২৩ মে ২০১৯ ০৬:৫০

আবু সায়েম কুড়িগ্রামের ছেলে। বিসিএসে মৌখিক পরীক্ষা দিতে যাওয়ার জন্য ছিল না কোন ভালো পোশাক। দুঃসময়ের দিনে এক বন্ধু পাশে এসে দাঁড়ায়। চাকরি পাওয়ার আগ পর্যন্ত কোনো দিন সকালে নাশতা করেননি সায়েম। দুপুরে পাঁচ টাকা দামের একটা পাউরুটি খেয়েই দিন পার করতেন। আর আজ সেই ছেলেটিই বিসিএস ক্যাডার।

সায়েমের বাবা মানুষের জমিতে কাজ করে কোন রকমে সংসার চালাতেন। একটু বাড়তি আয়ের জন্য মা কাঁথা সেলাই করতেন। তারপর সেলাই করা কাঁথা বাড়ি বাড়ি বিক্রি করতেন। কত দিন কত রাত যে সায়েম না খেয়ে কাটিয়েছেন, সে হিসাব হয়তো নিজেও জানেন না।

আজ সেই সায়েমের কষ্টের দিন শেষ হতে চলেছে। ৩৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সমাজকল্যাণে মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন আবু সায়েম।

এ বিষয়ে জানতে চাইলে আবু সায়েম বলেন, আমার মা অন্যের কাঁথা সেলাই করে দিতেন। প্রতি কাঁথায় মজুরি পেতেন ৭০ থেকে ১০০ টাকা। মায়ের ১০টি আঙুলে অজস্র ছিদ্র। আজ আমার মায়ের জীবন সার্থক হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন দেশের ও আমার মায়ের সেবা করতে পারি।


নতুনসময়/এনএইচ