ঢাকা শনিবার, ১৯শে জুলাই ২০২৫, ৫ই শ্রাবণ ১৪৩২


ঝিনাইদহে কৃষক রতন হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ


২৩ মে ২০১৯ ০০:৫০

নতুনসময় ছবি

ঝিনাইদহে কৃষক রতন হত্যার মুল আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী। ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, কৃষক রতন হত্যার মুল আসামী জাহাঙ্গীর এলাকায় প্রভাবশালী হওযায় পুলিশ তাকে গ্রেফতার করছে না। উল্টো আসামীরা বাদি পক্ষকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। বক্তারা দ্রæত হত্যাকারী জাহাঙ্গীরসহ অন্যদের গ্রেফতার করার দাবি জানান।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকালে ঝড়ে গাছের ডাল পড়াকে কেন্দ্র করে উপজেলার বসন্তপুর গ্রামে কৃষক রতনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে প্রধান অভিযুক্ত জাহাঙ্গীরসহ কয়েকজন। এ ঘটনায় পরদিন নিহতের পিতা বাদি হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করে।

নতুনসময়/আল-এম