ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


নিরাপত্তা চেয়ে পটুয়াখালী বাসমালিক সমিতির সংবাদ সম্মেলন


২৩ মে ২০১৯ ০০:৪৫

নতুনসময় ছবি

মালিক শ্রমিকদের নিরাপত্তা  ও বাস মালিক সমিতির সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবীতে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি।

আজ বুধবার (২২মে) বেলা ১২টায় জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি রিয়াজ মৃধার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বাস মিনি বাস মালিক সমিতির সাধারন সম্পাদক গোলাম মাওলা দুলু মৃধা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সড়ক পরিবহন কেন্দ্রীয় কমিটির অনুমোদনকৃত কমিটির মাধ্যমে পটুয়াখালী বাস মিনি বাস মালিক সমিতি পরিচালিত হয়। গত সোমবার গায়েবি ভাবে একটি আহবায়ক কমিটি গঠন করে বাস টার্মিনাল দখলের চেষ্টা চালায় জামাত বিএনপি সমর্থিত একটি বহিরাগত চক্র। তারা মালিক শ্রমিকদের মারধর করে অফিসের তালা ভেঙ্গে মালামাল নিয়ে যায়।

তিনি আরো বলেন, মালিক এবং শ্রমিকরা তাদের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার বিকেল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। প্রশাসন নিরাপত্তা দিতে না পারলে বাস চলাচল বন্ধ থাকবে বলেও ঘোষনা দেন তারা। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন।

নতুনসময়/আল-এম,