ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


কৃষক পেলেন ধানের সঠিক মূল্য, ডিসিকে জড়িয়ে কেদেঁ দিলেন


২২ মে ২০১৯ ২২:৪৭

সংগৃহীত

সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ করে দেয়ায় এক কৃষক আবেগ আপ্লুত হয়ে মেহেরপুরের জেলা প্রশাসককে (ডিসি) জড়িয়ে ধরে কেদেঁ দিয়ে ভালবাসা প্রকাশ করেছেন কৃষকরা।

মেহেরপুর সদরে মঙ্গলবার সরকারি খাদ্য গোডাউনে ফিতা কেটে সরাসরি কৃষকদের কাছে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আতাউল গণি।

এ সময় ভারপ্রাপ্ত জেলা খাদ্য কর্মকর্তা ও পরিদর্শক মো. সেলিম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন- ধান ক্রয়ের সময় কৃষি কর্মকর্তা উপস্থিত থাকবেন। কোনো ব্যবসায়ীকে সরকারি গোডাউনে ধান বিক্রির সুযোগ দেয়া হবে না। যদি সুযোগ পায় গোডাউন ও কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এবার মেহেরপুর সদর উপজেলায় ৬৩৪ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

নতুনসময়/আল-এম,