ব্লেড দিয়ে গলা কেটে নারীর আত্মহত্যা

মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মঙ্গলবার (২১ মে) ভোর ৬ টায় সুলেমান (৪৫) নামের এক ব্যক্তির স্ত্রী জুলেখা বেগম (৪২) ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন।
ঘটনার সময় ভিকটিমের একমাত্র ছোট ছেলে সৈয়কত হোসেন (১১) ও ছোট মেয়ে নারগিস আক্তার (১৮) বাড়িতে উপস্থিত ছিলেন।
নারগিস বলেন, তার ছোট ভাই সৈয়কত এবং সে বাড়ির ভিতর ছিল, মা ছিল ঘরে আর বাবা মাকে শাবাই হাটের উত্তর পাশে ঝাঝর কবিরাজ বাড়িতে নিয়ে যাবার জন্য ভ্যান আনতে গিয়েছিল।
হঠাৎ মা ঘরের ভিতর লাফালাফি শুরু করলে আমরা ভাই বোন ঘরের ভিতরে দৌড়ে যাই এবং দেখি মা খাটের উপর গলা কাটা অবস্থায় লাফাচ্ছিল এবং হাতে ব্লেড ছিল। পরে পাশের বাড়ির মামী লিলি আক্তার (৩০), আয়নাল হক (৩২) মামার স্ত্রী এবং বাবা এসে ঘর থেকে বের করলে মা মারা যায়।
জুলেখার আপন ভাই আয়নাল (৩২), মেয়ে নারগিস (১৮), স্বামী সুলেমান বলে জুলেখা দীর্ঘদিন যাবৎ মাথার সমস্যায় ভুকছিল। হঠাৎ হঠাৎ পাগলামী করত এবং পাগলের মত বিভিন্ন কাজ করত। বিভিন্ন স্থানে চলে যেত। এটা হত্যা নাকি আত্মহত্যা এমন প্রশ্নের উত্তরে জুলেখার আপনজন সহ গ্রামবাসীর বক্তব্য হল এটা আত্মহত্যা।
রাজশাহীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, এ্যাডিশনাল পুলিশ সুপার মতিউর রহমান ঘটনার স্থান পরিদর্শন করেছেন।
নিউজ লেখা পর্যন্ত মোহনপুর থানার ওসি তদন্ত মোঃ আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।