ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


দুর্নীতির প্রতিবাদে ফের বালিশ হাতে বিক্ষোভ


২১ মে ২০১৯ ২৩:২৫

রূপপুর পারমাণবিক প্রকল্পে দূর্নীতির প্রতিবাদে ফের বা‌লিশ হ‌াতে নি‌য়ে বিক্ষোভ করেছে দেশ বাচাঁও মানুষ বাচাঁও আন্দোলন নামের সংগঠনটি।

মঙ্গলবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ফের বালিশ হাতে বিক্ষোভ করেন তারা।

সংগঠনটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে লুটপাটের যে মহাউৎসব চলছে এর প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো আবারো বিক্ষোভ করছি। আমরা মনে করি বাংলাদেশ একটা মগেরমুলুক রাজত্বে পরিণত হয়েছে। তার প্রমাণ রূপপুর পারমাণবিক প্রকল্পে লুটপাট। আমরা মনে করি শাসক দলের নেতৃবৃন্দরা এই দূর্নীতির সাথে জড়িত। সারাদেশে পত্রপত্রিকা মিডিয়া যখন এই দুর্নীতি প্রকাশ করছে এরপরও এই সরকারের টনক নড়ছে না কেনো?

তিনি আরো বলেন, দুদক সরকার বিরোধী নেতাকর্মীর পিছনে অকারণে ছুটাছুটি করলেও দেশের প্রতিটা সেক্টরে যখন দুর্নীতি মহামারী আকারে ধারন করেছে, তখন তারা নীরব ভূমিকা পালন করছে। আমি মনে করি দুদকের হাত-পা বর্তমান শাসক দলের কাছে বাধা রয়েছে। এই দুদক কি করছে? আজকে জাতি জানতে চায়।

অবিলম্বে আমরা এই দূর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন সহ সকল দুর্নীতি রোধে শাসক দলকে আহবান জানাচ্ছি।