ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ধর্ষণের শিকার আদিবাসী গৃহবধূ


২১ মে ২০১৯ ২৩:০৮

ধর্ষণের শিকার হয়েছেন এক আদিবাসী গৃহবধূ। রাজশাহীর দুর্গাপুরে বহ্মপুর পুর্বপাড়ায় শুক্রবার (১৭ মে) দুপুরে এঘটনাটি ঘটে।

এ ঘটনায় গত রবিবার রাতে ধর্ষিতা (২২) বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মৃত আব্দুর রহমানের ছেলে ধর্ষক জাহাঙ্গীর আলম (৩৫) কে আসামি করা হয়েছে। মামলার পেক্ষিতে পুলিশ ধর্ষক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলা থেকে কাজের সন্ধানে ধর্ষণের শিকার গৃহবধূ শ্রীমতি বিষ্ণু পাপিয়া রানীসহ বেশ কয়েকজন দুর্গাপুর উপজেলার বহ্মপুর গ্রামের একটি কলোনিতে আশ্রয় নেয়। বেশ কিছুদিন থেকে দৈনিক বেতনের ভিত্তিতে তিনি মাঠে কাজ করে আসছিলেন।

শুক্রবার মাঠে কাজ শেষে কলোনিতে ফিরে যান তিনি। এর পরে তিনি কলোনির পাশে জাহাঙ্গীরের বাড়িতে টিউওবয়েলে যান পানি নিতে। এ সময় ধর্ষক জাহাঙ্গীর পাপিয়া রানীকে একলা পেয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

দুর্গাপুর থানার (ওসি) আব্দুল মোতালেব জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


নতুনসময়/এনএইচ