শেরপুরের স্পাইডারম্যান জসিমের সহায়তায় ঈদবস্ত্র বিতরণ
-2019-05-20-20-06-16.jpg)
বনানী ট্র্যাজেডিতে মানুষের জীবন রক্ষায় সাহসী ভূমিকার জন্য স্পাইডারম্যান খ্যাত মোঃ জসিম মিয়ার সহায়তায় এবার শেরপুরে ঈদবস্ত্র পেল ৫ শতাধিক হতদরিদ্র।
২০মে সোমবার দুপুরে তার নিজ এলাকা সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের দুছরা ছনকান্দাস্থ কালামবাজারে আনুষ্ঠানিকভাবে ওই ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
বনানী ট্র্যাজেডিতে সাহসিকতার নজির দেখানোর পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তরফ থেকে শুভেচ্ছাস্বরূপ তাকে দেওয়া লক্ষাধিক টাকা এবং তার ব্যক্তিগত অর্থে এলাকার হতদরিদ্রদের মাঝে ওই ঈদবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন প্রধান অতিথি এবং জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, বলাইয়েরচর ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী ও লছমনপুর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা খন্দকার আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুনসময়/আল-এম