ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১


২০ মে ২০১৯ ০৫:৫৮

রাজধানীর ডেমরায় তামিরুল মিল্লাত মাদ্রাসা রোডে সিএনজির ধাক্কায় মোঃ হানিফ মাষ্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার দুপুর সাড়ে ১২ টায় ঘটনাটি ঘটে।

মুমূর্ষ অবস্থায় আহত ব্যক্তিকে পথচারী এনামুল ইসলাম উদ্ধার করে বেলা ২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টায় তার মৃত্যু হয়।

তিনি জানান তামিরুল মাদ্রাসা রোডে রাস্তা পারাপারের সময় একটি সিএনজি ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি আহত হলে মেডিকেলে নিয়ে আসি।

খবর পেয়ে নিহতের ছেলে ইশতিয়াক ঢাকা মেডিকেলে আসেন তিনি জানান, বাবা বাসা থেকে ঔষধ কেনার জন্য চিটাগাং রোড এলাকায় গিয়েছিলেন। পরে খবর পাই সিএনজির ধাক্কায় আহত হয়েছেন। মেডিকেল এসে বাবাকে মৃত অবস্থায় দেখতে পাই।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহত হানিফ মাষ্টার ডগাইর ডেমরার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

তিন ছেলের জনক মোঃ হানিফ মাষ্টার। সধাসুধি বহুমুখী উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ এর প্রধান শিক্ষক থেকে ২০১৩ সালে অবসর গ্রহণ করেন।