ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


২রাউন্ড গুলিসহ কুলি আটক


৩১ আগস্ট ২০১৮ ১৯:০১

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা ২ রাউন্ড গুলিসহ খাইরুল ইসলাম (৩৮) এক কুলিকে আটক করেছে।

শুক্রবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে বাংলাদেশ থেকে ভারতে পাচার তাকে আটক করা হয়।

আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানা যায় কেউ একজন পিস্তলের গুলি নোম্যানসল্যানড এলাকা দিয়ে ভারতে পাচার করবে।

এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার কেরামত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২ রাউন্ড গুলিসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এবং বিস্কুটের প্যাকেট থেকে গুলিগুলো জব্দ করা হয়। তিনি বেনাপোল চেকপোস্টে কুলির কাজ করতেন।

আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।