ঢাকা রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫, ২৪শে ভাদ্র ১৪৩২


নারায়ণগঞ্জের কানুনগো বিলিয়ান এখন বিলিয়নিয়ার


৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪১

সংগৃহিত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ বিলিয়ান বর্তমানে সংযুক্ত আছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ শাখায়। অভিযোগ উঠেছে, তিনি তার নামের সাথে মিল রেখে ঘুষ-দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন বিলিয়ন টাকার সম্পদ।

সূত্র জানায়, সরকারি চাকরিজীবী হয়েও তিনি ব্যবহার করছেন বেসরকারি পাসপোর্ট এবং নিয়মিত দেশ-বিদেশ ভ্রমণ করেন। থাইল্যান্ডে তিনি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। ঢাকার এফডিসিতে তার “এস এস মাল্টিমিডিয়া” নামে একটি প্রযোজনা সংস্থা রয়েছে, যার সাব-অফিস মগবাজারে অবস্থিত। সেখানে তিনি “বিলিয়ান বিপু” নামে পরিচিত।

সম্প্রতি ২৫ আগস্ট তাকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হলেও রহস্যজনক কারণে এখনো রিলিজ করা হয়নি। প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, বিলিয়ানের প্রভাব-প্রতিপত্তির কারণে তাকে সরানো কঠিন হয়ে পড়েছে।

ঢাকার বনশ্রী ও মহানগর প্রকল্প এলাকায় তার বিলাসবহুল বাড়িসহ একাধিক বাড়ি রয়েছে। এছাড়াও তিনি ব্যবহার করেন দুটি গাড়ি—এর মধ্যে একটি বিলাসবহুল গাড়ি এবং অন্যটি সাদা রঙের হাইব্রিড পিয়াস মডেলের।

অভিযোগ রয়েছে, এল.এ শাখায় সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালনকালে নানা অনিয়ম ও অভিযোগের কারণে তাকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছিল। পরবর্তীতে সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর সহযোগিতায় তিনি পুনরায় আড়াইহাজার উপজেলায় বদলি হন এবং আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের এল.এ চেকের বিপরীতে ঘুষ বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তোলেন।

বর্তমানে তার কর্মস্থল নারায়ণগঞ্জে হলেও তিনি নিয়মিত অফিসে যান না। অফিসে গেলেও তাকে সচরাচর পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন অনেকেই।