ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নবীনগরে গ্রামবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফেসবুকে মিথ্যা অপপ্রচার, অশ্লীল বার্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মালাই মধ্য পূর্বপাড়া চাররাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশও করেন তারা।
সমাবেশে ইউপি সদস্য মাঈনুদ্দিন ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য শফিক সরকার, সমাজসেবক ফরহাদ সরকার ও শেখ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক মনিরুল হক চৌধুরী, সমাজসেবক নাছির সরকার ও খুরশিদ আলম চৌধুরী, বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেন ও সাবেক ইউপি সদস্য কাদির চৌধুরী।
বক্তারা বলেন, মালাই একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গ্রাম। সম্প্রতি অজ্ঞাত পরিচয়ের ফেইক ফেসবুক আইডি থেকে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের চরিত্র নিয়ে মিথ্যা তথ্য, অশ্লীল বার্তা ও হুমকি ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে গ্রামে অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। তারা অভিযোগ করেন, এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বক্তারা আরও জানান, ইতোমধ্যে কয়েকজন ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি করেছেন। গ্রামের শান্তি-শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব অক্ষুণ্ণ রাখতে দ্রুত ওই ফেইক আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।