ঢাকা শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


রাজশাহীতে মাদকের টাকার জন্য ভাতিজার হাতে ফুপু খুন


২৯ আগস্ট ২০২৫ ১০:১০

সংগৃহিত

রাজশাহীতে মাদক কেনার জন্য টাকা না পেয়ে ফুপুক আফিজানকে গলা কেটে হত্যা করেছে ভাতিজা। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ভাতিজা রকি ইসলামকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পবা উপজেলার ছোট ভালাম গ্রামে এ ঘটনা ঘটে। তালাকপ্রাপ্ত নিঃসন্তান নিহত আফিজান গত ২০ বছর ধরে বড় ভাইয়ের বাড়িতে থাকতেন।

পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে রকি তার ফুফুর কাছে টাকা চাইলে, তিনি দিতে অস্বীকৃতি করেন। তখন রকি কয়েক দফা ফুফুর গলায় ছুরি চালায়। এতে ঘটনাস্থলেই আফিজান মারা যায়। এসময় ঐ বাড়িতে কেউ ছিল না। ঘটনার পর রকি পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ির পেছনের বাগান থেকে রকিকে আটক করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, রকি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এতে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা রাজশাহী শহরে ভাড়া থাকেন। সম্প্রতি রকির স্ত্রীও তাকে তালাক দিয়ে সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যান। নিহত আফিজান অন্যের বাড়ির গৃহপরিচারিকার কাজ করে রকির খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আসছিলেন।

এ বিষয়ে পবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘাতক রকি হত্যার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা হবে।