ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির মহোৎসব, রোগী-চিকিৎসক সবাই আতঙ্কে


২৪ আগস্ট ২০২৫ ১৯:২২

সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক মাস ধরে চুরির মহোৎসব চলছে। হাসপাতাল প্রাঙ্গণ, বহির্বিভাগ থেকে শুরু করে চিকিৎসকদের বাসা পর্যন্ত চোরচক্রের টার্গেটে পরিণত হয়েছে। বারবার চুরি হলেও কার্যকর ব্যবস্থা না থাকায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।

আজ রবিবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. ফাহিম আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়—বোরকা ও নিকাব পরিহিত কয়েকজন নারী ভিড়ের সুযোগ নিয়ে চেইন হাতিয়ে নেয়। তবে এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

ডা. ফাহিমের অভিযোগ, এর আগেও একই কায়দায় একাধিকবার চুরি সংঘটিত হয়েছে। কখনও ভিড় ও ধাক্কাধাক্কির মধ্যে, আবার কখনও অসতর্ক রোগী কিংবা শিশু নিয়ে ব্যস্ত স্বজনদের লক্ষ্য করে এ চোরচক্র কাজ সেরে নেয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, চুরির ঘটনা শুধু আজকের নয়। গত এক মাসে ডাক্তারদের বাসা, হাসপাতালের আশপাশ ও বহির্বিভাগ থেকে নানা ধরনের জিনিসপত্র চুরি হয়েছে। এবারের আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বিষয়টি আমি আনুষ্ঠানিকভাবে তুলবো।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূর ইসলাম বলেন,এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশ প্রতিদিনই টহল দিচ্ছে। চুরির ঘটনায় তৎপরতা আরও জোরদার করা হবে।