নবীনগরে দুই অভিযানে ইয়াবা ও ১২ কেজি গাঁজাসহ ৭ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার সলিমগঞ্জ ও মিরপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক পুরুষ ও চার নারীসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে গ্রেফতারদের আদালতে হাজির করার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এএসআই শরিফুল ইসলামের নেতৃত্বে ফোর্সসহ সলিমগঞ্জ বাজারসংলগ্ন মেঘনা নদীর খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক পুরুষ ও চার নারীকে আটক করা হয়। তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় মোড়ানো মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,ময়মনসিংহের গৌরীপুরের মো. আরিফুল ইসলাম (৪০), তার স্ত্রী কিশোরগঞ্জের বিলকিস বেগম (৪০), পঞ্চগড়ের নাজমা (২৬), ঢাকার আশুলিয়ার মাইমুনা (২২) এবং বগুড়ার আমেনা (২৭)।
অন্যদিকে একই রাতে নবীনগর থানার এসআই শাহ আলমের নেতৃত্বে মিরপুর এলাকায় অভিযান চালানো হয়। এর আগে সেনাবাহিনীর টহল টিম স্থানীয় মাদক ব্যবসায়ী আব্দুল জব্বার মোল্লাকে (৪৮) ইয়াবাসহ আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার দেহ তল্লাশি চালিয়ে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।
নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, দুটি ঘটনায় মোট ১২ কেজি গাঁজা, ২৬০ পিস ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। আটক ৬ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। পরে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তাদের আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে ।